Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Achiever(2020-21) Ekal Prakashan

অ্যাচিভার(২০২১) প্রকাশিত হয়েছে অনলাইনে  বঙ্গশিক্ষা ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে। দশম,একাদশ,দ্বাদশ শ্রেনির মোট ৪৫টি বিষয়ের  সাজেস্টিভ মডেল প্রশ্নপত্র প্রকাশিত হয়েছে। রেজিস্ট্রেশন চলছে।  সিলেবাস পরিবর্তন হওয়ার সাথে সাথে প্রতিবার  নতুন করে মডেল প্রশ্নপত্র পরিবর্তন করা হবে। নতুন করে আর বই কিনতে হবে না। পুনরায় পরিবর্তিত সিলেবাসের উপরে মডেল প্রকাশিত করা হবে। সমস্তকিছু পাওয়া যাবে একই প্যাকেজে। সঠিক তথ্য সম্বিলিত আপ টু ডেট দেওয়া হবে নিয়োমিত ভাবে। যাবতীয় আপ টু ডেট তথ্য পরিবেশন করছেন বিশিষ্ট শিক্ষকগন। 
 রেজিষ্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন করার জন্যে কোনো ফীস লাগে না। রেজিস্ট্রেশন করার পরে আমরা কয়েকটা ফ্রী ডেমো কোয়েশ্চন পেপার পাঠাবো অনুশীলনের জন্যে । এই অনুশীলন পর্বে কোনো চার্জ লাগবে না। সিস্টেম এবং আমাদের মান  ও সামগ্রীক তথ্যাদি যদি আপনার জন্যে উপযোগি মনে হয় তাহলেই আমার ফোন নং,এ ফোন করুন সম্পূর্ণ প্যাকেজের জন্যে,  যেটার জন্যে ফীস লাগবে। ফুল মার্কস ৫০০/- এবং ট্যালেন্ট সার্চ ১০০/-। নচেত নয়। 
   অ্যাচিভার  সাজেশন পাওয়া যাবে মডেল প্রশ্নপত্রের আকারে। প্র্যাকটিস সেট পাওয়া যাবে এম,সি,কিউ আকারে। 
  ট্যালেন্ট সার্চ এক্সাম এর জন্যে আমাদের ঘোষিত ডেট জেনে নিন। 
     এই লিঙ্কটির মাধ্যমে আপনি নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন। অথবা, 
  আপনার নাম,  স্কুলের নাম, কোন ক্লাস,, থানা,  জেলা,  ফোন নং,  আপনার বিষয়গুলি লিখে আমার হোয়াটস আপ নং,এ (৮২৪০৭৪৩১৯০) পাঠিয়ে দিন। রেজিষ্ট্রেশন করে দেব এবং জানিয়ে দেব আপনাকে।
  এছাড়া সরকারী চাকরির প্রস্তুতি ও অন্যান্য ক্লাস এডুকেশনের জন্যে সরাসরি ফোন করুন আমাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

close