অন্যান্য বছরের তুলনায় ২০২১ সালের মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্যে দারুন রেজাল্ট করার opportunity রয়েছে । তার সব থেকে বর কারন হল সিলেবাস কমে যাওয়া এবং প্রচুর সময় ।
অন্যান্য বছরের তুলনায় ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা কিছুটা সহজ হবে বলে অনেক শিক্ষকগণ মনে করেন । আবার সেই শিক্ষকগণ ই মনে করেন যে স্কুল খোলা না থাকার কারণে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় কিছুটা হলেও ক্ষতি হয়েছে । যেমন দুধের সাধ ঘোলে মেটে না , তেমনি অনেক রকম শুধুমাত্র অনলাইন এ পড়াশোনার মাধ্যমে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের পড়াশোনা সম্পন্ন করাও সম্ভব নয় । তাই মগজাস্ত্র ও বাণীপীঠ শিক্ষাঙ্গন এর যৌথ উদ্যোগে এবং বঙ্গ শিক্ষার সহযোগিতায় মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্যে বিশেষ ধরনের পরীক্ষার প্রস্তুতির ব্যবস্থা করেছে , যাতে বাংলার ছাত্র-ছাত্রীরা খুব সহজেই ভাল রেজাল্ট করতে পারে । তাই অনান্য বছরের তুলনায় এই বছর মাধ্যমিক প্রস্তুতির জন্যে সাজেসন ও প্রচুর MOCK TEST দেওয়া অত্যন্ত্য প্রয়োজনীয় ।
নিয়মাবলী ঃ -
- এটা practis পরীক্ষা তাই, প্রতিটা প্রশ্নের অবশ্যই উত্তর দাও। জানা হোক বা অজানা ।
- প্রতিটা প্রশ্নের উত্তর দিলে তাবেই ভুল বা ঠিক উত্তর জানতে পারবে।
- যতক্ষণ না ফুল মার্কস পাচ্ছ তত বার পরীক্ষা দাও। একই পরীক্ষা অজস্র বার দাও ।
English
Full Marks- 40
****** কোন প্রকার ভয় না পেয়ে এই পরীক্ষায় অংশ গ্রহন করো । একই পরীক্ষা বার বার দিলে বই না পরেও তুমি অনেকটাই তৈরি হয়ে যাবে ******
0 মন্তব্যসমূহ