Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

আর্টস বা কমার্সে পরেও কিভাবে Computer Science, BCA , B.tech ,Ethical Hacking , Data science & Digital Marketing পড়া যায় ?


আর্টস বা কমার্সে পরেও কিভাবে Computer Science, BCA, B.tech, Ethical Hacking, Data Science & Digital Marketing পড়া যায়?

সুমন সেন 

শুধু মাত্র সঠিক তথ্য না থাকার কারনে , আর্টস বা কমার্সে পড়া অনেক ছাত্র - ছাত্রী ই কম্পিউটার সাইন্স নিয়ে পড়তে বা IT ইঞ্জিনিয়ার হতে পারে না । আবার অনেকে ভাবে IT ইঞ্জিনিয়ার  হতে বা কম্পিউটার সাইন্স নিয়ে পড়তে প্রচুর টাকা খরচা করতে হয় অথবা প্রচণ্ড ভাল ছাত্র হতে হয় । আজ থেকে তোমাদের সকল ভুল ধারণার অবসান হবে। 

 ছাত্র ছাত্রীদের কাউন্সিলিং করার সময় আমি যে ধরণের প্রশ্ন গুলো পেয়েছি সেই প্রশ্ন গুলোরই সমাধান দিলাম।প্রশ্ন গুলি হলো 

আর্টস বা কমার্সে পরেও কিভাবে Computer Science, BCA , B.tech ,Ethical Hacking , Data science & Digital Marketing পড়া যায় ?

Computer Science বা Computer Science engineerimg  এর  কোন কোন ডিগ্রি নিয়ে পড়তে পারবে ? 

Computer Science বা Computer Science engineerimg  পড়তে কত টাকা খরচ হয় ?

Computer Science বা Computer Science engineerimg কেমন ধরণের ক্যারিয়ার Oppertunities আছে বা কোন কোন পোস্টে JOB করা যায়  ? 

কোন ধরণের ছাত্র ছাত্রীরা Computer Science বা Computer Science engineerimg  পড়তে পারে ? 



প্রথমেই বলে রাখি , Computer Science, BCA , B.tech ,Ethical Hacking , Data science & Digital Marketing এই ধরনের পড়াশোনা করার জন্যে অব্বশই একটু আধটু মানসিক প্রস্তুতি থাকা বাঞ্ছনীয় । স্যার বা লোকজন বলছে বলে শখের বসে কখনই পড়া উচিৎ নয় । আর Computer Science বা  Computer Science engineerimg এই ধরনের কোর্স করার জন্যে একটু আধটু স্মার্টনেস থাকা দরকার এবং অবশ্যই শেখার মানসিকতা থাকা দরকার । কারন technology প্রতিনিয়ত উন্নত হচ্ছে , প্রতি ১৫ - ২০ দিনে নতুন নতুন technology উদ্ভব হচ্ছে , তাই প্রতি নিয়তই শিখতে হবে । 


আর্টস বা কমার্সে পরেও কিভাবে Computer Science, BCA, B.tech, Ethical Hacking, Data Science & Digital Marketing পড়া যায়?

আর্টস হোক কিংবা কমার্স মিনিমাম 40%-60% নম্বর পেলেই Computer Science বা Computer Science engineerimg বিষয় নিয়ে পড়তে পারবে  । তবে সরকারী কলেজে পড়তে হলে  JEE MAIN WBJEE  এর মতন প্রবেশিকা পরীক্ষায় ভাল Rank  করতে হবে এবং উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক এ ভাল রেজাল্ট থাকতে হবে , তবেই সরকারি কলেজ এ ভর্তি হওয়া সম্ভব । JEE MAIN এ ভাল Rank  করলে ভারতবর্ষের সমস্ত সরকারি এ কলেজে ভর্তি হওয়া সম্ভব এবং WBJEE তে ভাল Rank  করলে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এ কলেজে ভর্তি হওয়া সম্ভব । 

Computer Science বা Computer Science engineerimg  এর  কোন কোন ডিগ্রি নিয়ে পড়তে পারবে ? 


উচ্চমাধ্যমিকে আর্টস বা কমার্সে যদি  Computer Science বা Computer Application সাবজেক্ট  থাকে তাহলে সরাসরি  B.sc (H) Data Science , BCA ( Bachelor of Computer Application) , B.sc(H) Cyber  security & Networking, BBA in Digital Marketing এর মতন প্রফেসশনাল গ্রাজুয়েশন ডিগ্রি কোর্সে সরাসরি ভর্তি হতে পারবে । 

আর যে সমস্ত ছাত্র ছাত্রী দের উচ্চমাধ্যমিকে আর্টস বা কমার্সে যদি সাধারণ সাবজেক্ট থাকে ( যেমন - ইতিহাস , ভূগোল , একাউন্টান্সি ) তাহলে তারা সরাসরি B.sc(H) Cyber  security & Networking, BBA in Digital Marketing এর মতন প্রফেসশনাল গ্রাজুয়েশন ডিগ্রি কোর্সে সরাসরি ভর্তি হতে পারবে ।  

তাছারাও Computer Science B.tech পড়ার জন্যে প্রথমে Computer Science Diploma করতে হবে । তার পর B.tech Computer Science পড়তে পারবে । 
যদি কোন ছাত্র ছাত্রী Computer Science বা Engineering  এ ক্যারিয়ার গড়তে চায় , তাহলে তার উচ্চমাধ্যমিক পড়ার কোন দরকার থাকে না । মাধ্যমিক এর পর সরাসরি  Diploma কোর্স পড়া যায় । এবং  Diploma র পর সরাসরি B.tech এ ভর্তি হতে পারবে । 


Computer Science বা Computer Science engineerimg  পড়তে কত টাকা খরচ হয় ?

প্রত্যেকটি কোর্সের খরচ নির্ভর করে তুমি কোথায় পড়বে । যদি তুমি সরকারি কলেজে পর ,সে ক্ষেত্রে খরচ খুবই সামান্য । স্কলারশিপের টাকায় নিজের কলেজের ফিস দিয়ে দিতে পারবে । শুধু মাত্র মেস বা হোস্টেলে থাকতে যে টুকু খরচা হয় ,সেই টুকুই খরচা । তবে সস্তায় পড়তে গিয়ে অনেক ছাত্র ছাত্রীর সম্পূর্ণ ক্যারিয়ার নষ্ট হয়ে যায় । তাই সরকারি কলেজে ভর্তি হওয়ার আগে কলেজের শিক্ষক , পরিবেশ ও রিভিও দেখে নেওয়া উচিৎ । 

আর প্রাইভেট কলেজ ও Autonomous university গুলির ফিস নির্ভর করে তারা কত বড় ব্রান্ড বা তাদের রেপুটেশন কেমন । সদ্য নির্মিত একটু পুরানো  কলেজ বা Autonomous university গুলির ফিস একটু কম হয় , আর অনেক পুরানো এবং প্রতিষ্ঠিত ও বিখ্যাত কলেজ ও ইউনিভার্সিটি গুলির ফিস একটু বেশী হয় । তবে বার্ষিক ফিস ৩০ হাজার থেকে ১ লক্ষ্য ৫০ হাজার অব্দি হয়ে থাকে । স্কলারশিপ বাদ দেওয়ার পর কলেজ গুলির ফিস অনেকটাই কমে যায় । তবে মাথায় রাখতে হবে সস্তায় পড়তে গিয়ে অনেক ছাত্র ছাত্রীর সম্পূর্ণ ক্যারিয়ার নষ্ট করে ফ্যালে । 

যেহেতু প্রফেসশনাল গ্রাজুয়েশন ডিগ্রি কোর্সে Plasment বা চাকুরী দেওয়াটা কলেজের কর্তব্য , তাই ভর্তির আগে কলেজের Plasment রেকর্ড অবশ্যই দেখে নেওয়া উচিৎ । 


IAP Career College - RAK FutureLearn

Computer Science বা Computer Science engineerimg কেমন ধরণের ক্যারিয়ার Opportunities আছে বা কোন কোন পোস্টে JOB করা যায়  ? 


BCA ( Bachelor of Computer Application)  Carrer Opportunities:- 

  1. Technical analyst
  2. System administrations
  3. Programmer (Web Developer / App Developer)
  4. Tech support

B.sc (H) Data Science Carrer Opportunities:- 

  1. Data scientist
  2. Health care analyst
  3. Statistician
  4. Business Analyst
  5. Data Analyst

B.sc(H) Cyber security & Networking Carrer Opportunities:- 

  1. Network Security Engineer 
  2. Cyber Security Analyst
  3. Security Architect
  4. Cyber security manager
  5. Chief Information security officer

BBA in Digital Marketing  Carrer Opportunities:- 

  1. Digital Marketing Strategist
  2. Digital Marketing Executive
  3. SEO Analyst
  4. Social Media Specialist
  5. Google Ads specialist
  6. email marketing specialist 
  7. Web analyst
  8. Online Reputation manager


Computer Science Diploma Carrer Opportunities:-

  1. Software Engineer 
  2. Hardware Engineer
  3. Networking Engineer
  4. Software Tester
  5. Web designer
  6. App Developer
  7. Project Engineer
  8. IT Engineer
  9. Tech Support Engineer
  10. Voice Prosses Support Engineer

IAP Career College - RAK

কোন ধরণের ছাত্র ছাত্রীরা Computer Science বা Computer Science engineerimg  পড়তে পারে ? 


সব ধরনের ছাত্র-ছাত্রী রা বা Computer Science engineerimg  পড়তে পারে  । বিশেষ কোন বাধা নিষেধ নেই । তবে যারা খুব টেক স্যাভি  অর্থাৎ , যারা নতুন নতুন টেকনলজি খুঁজতে ভালবাসে , বা যারা ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটার এর সামনে বসে থাকলেও বিরক্ত  হয় না । তাদের জন্যে  Computer Science সম্পর্কিত প্রতিটি কোর্স ই ।অনেক সময় কিছুটা স্মার্ট নেস ও দরকার পরে । তবে ছাত্র-ছাত্রী যেমনই হোকনা কেন , কলেজে যাওয়ার পর অনেক ক্যাবলাকান্ত ছাত্র-ছাত্রী ও প্রচুর স্মার্ট হয়ে যায় । তাই যদি স্বপ্ন দেখে থাক ,  নিশ্চিন্তে ভর্তি হতে পার । 




এ ছারাও ব্যাক্তি গত ভাবে পরামর্শ নিতে নিচের লিঙ্কে ক্লিক করে যোগাযোগ করতে পার । 




👉   ১০ মিনিটে জেনে নাও তুমি ইংলিশ এ দুর্বল না শক্তিশালী  !? 

      একটি মন্তব্য পোস্ট করুন

      0 মন্তব্যসমূহ

      close