অন্যান্য বছরের তুলনায় ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা কিছুটা সহজ হবে বলে অনেক শিক্ষকগণ মনে করেন । আবার সেই শিক্ষকগণ ই মনে করেন যে স্কুল খোলা না থাকার কারণে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় কিছুটা হলেও ক্ষতি হয়েছে । যেমন দুধের সাধ ঘোলে মেটে না , তেমনি অনেক রকম শুধুমাত্র অনলাইন এ পড়াশোনার মাধ্যমে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের পড়াশোনা সম্পন্ন করাও সম্ভব নয় । তাই মগজাস্ত্র ও বাণীপীঠ শিক্ষাঙ্গন এর যৌথ উদ্যোগে এবং বঙ্গ শিক্ষার সহযোগিতায় মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্যে বিশেষ ধরনের পরীক্ষার প্রস্তুতির ব্যবস্থা করেছে , যাতে বাংলার ছাত্র-ছাত্রীরা খুব সহজেই ভাল রেজাল্ট করতে পারে । তাই অনান্য বছরের তুলনায় এই বছর মাধ্যমিক প্রস্তুতির জন্যে সাজেসন ও প্রচুর MOCK TEST দেওয়া অত্যন্ত্য প্রয়োজনীয় ।
বাংলার মাধ্যমিক ছাত্র - ছাত্রীদের সুবিধার্থে আমরা প্রতিটি বিষয়ের অভিজ্ঞ শিক্ষকদের Interview নিয়েছি এবং বর্তমান সময়ের কথা মাথায় রেখে শিক্ষকগণ খুব সহজ ভাবে সাজেসন ও প্রচুর MOCK TEST আরও বিভিন্ন ধরনের TIPS তুলে ধরেছেন ।
এই অল্প সময়ের মধ্যে আমরা যে জিনিস গুলি সম্পন্ন করতে পারছি, সেই গুলি নিচে দিলাম
- সমস্ত বিষয়ের সহজে প্রস্তুতির গাইড অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ।
- বিশেষ সাজেশন ভিত্তিক MOCK TEST ( পরীক্ষার ভয় কাটানোর জন্যে এবং ভাল নম্বরের জন্যে )
- আরও অনেক কিছু ...
0 মন্তব্যসমূহ