গড্ডলিকা প্রবাহ বা Herd Mentality প্রকৃত অর্থ এবং বাস্তব জীবন
সুমন সেন
এক কথায় গড্ডলিকা প্রবাহ বা Herd Mentality র অর্থ হল অন্ধ অনুসরণ ।
অনান্য শব্দের মতো আমরা গড্ডালিকা কথাটি ভুল উচ্চারণ করি আসল কথাটা কিন্তু গড্ডালিকা নয়, গড্ডলিকা। আরেক প্রচলিত বানান ও উচ্চারণ হল, 'গড্ডরিকা'।
কথাটা 'গড্ডল' ও 'গড্ডর' শব্দের স্ত্রীলিঙ্গ, যার মানে হচ্ছে 'ভেড়া' কিংবা 'মেষ'। এই গড্ডল হয়েই বাংলায় 'গাড়ল' কথাটিও জন্মেছে। প্রবাহ শব্দের অর্থ হল " বয়ে চলা " বা " বহমান " ।
একটা ঘটনার কথা বলি, যে ঘটনাকে কেন্দ্র করে এই তথ্য টির বাস্তবতা প্রমাণিত হয়ে ছিল। ঘটনাটি ঘটেছিল তুরস্কের এক পাহাড়ি এলাকায়।
পাহাড়ের উপরে চরতে চরতে পাহাড়ের উপরিভাগ হতে একটি ভেড়া লাফ দিয়ে নিচে পড়ে। তার দেখাদেখি আরো প্রায় 1500 ভেড়া ঐ একই জায়গা থেকে ঝাঁপিয়ে পড়ে এবং সকলেই মারা যায়।
এটাকে Herd Mentality বলা হয়ে থাকে।। সোজা বাংলায় বলতে গেলে "ভেড়ার পাল" , একজন যেদিকে যাবে, সবাই সে দিকেই যাবে কোন রকম উদ্দেশ্য ছারাই ।" এটাকে শর্টকাটে "গড্ডালিকা প্রবাহ" বলা হয়ে থাকে।
Herd Mentality মানে কোনো কারণ ছাড়াই একজনকে অনুসরণ করে যাওয়া।। একজন যেদিকে যাচ্ছে তাকে ফলো করে,, অনেকের সেই দিকে চলে যাওয়া,, প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো উদ্দেশ্য ছাড়াই।।
এটা পশুদের মধ্যেই বেশী দেখা যায়।।একটা মাছ যেদিকে যাচ্ছে,, তাকে অনুসরণ করে শত শত মাছ সেদিকেই চলেছে।। অথবা ঝাঁকে ঝাঁকে পাখি আকাশে উড়ে চলেছে।। ভেঁড়া, ছাগল,গরু, তাছাড়া জঙ্গলের বিভিন্ন প্রাণীর দলবদ্ধ হয়ে একই দিকে চলে যাওয়া, এটা নিত্যনৈমিত্তিক ঘটনা।
এরই অনুপ্রেরণায় যখন কেউ অন্ধভাবে, নিজে কোনও বিবেচনা না করে, সবাই করছে দেখে কোনও কাজে নিয়োগ দেয়, তখন 'গড্ডলিকা প্রবাহ', 'মেষদল', 'ভেড়ার পাল' এই সমস্ত কথাগুলো ব্যবহার হয়।
ইংরেজিতেও একই বাগ্ধারাটি রয়েছে, "A flock of sheep"।
বাস্তব জীবন এ Herd Mentality র প্রভাব :-
ইদানিং মানুষের মধ্যেও পশুদের এই গুনাবলী পরিলক্ষিত হয়ে চলেছে। বিশেষ করে রাজনীতির আঙিনায়, ধর্মীয় আবেগে এবং সঠিক career পছন্দ করতে গিয়ে একই ভুল বার বার করছে । বিশেষ করে গ্রাম অঞ্চলে এর প্রভাব সবথেকে বেশি । এই গড্ডালিকা প্রবাহে চলার কারণে অধিক সময় মানুষ নিজের এবং সমাজের অভূতপূর্ব ক্ষতিসাধন করে ফেলে।কিন্তু যখন উপলব্ধি হয় , তখন অনেক দেরি হয়ে যায় । নিজেকে খুব বোকা বোকা মনে হয় ।
"গড্ডালিকা প্রবাহ" প্রায় প্রত্যেকটি জীবের স্বভাবজাত দোষ। ইউরোপের মতো শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষেরাও নিজেকে এই রোগ হতে মুক্ত করতে পারেনি।
ছোটবেলায় ক্লাসরুমে একটি শিশু চিৎকার শুরু করে দিলেই, বাকি শিশুরাও একে একে সেই কাজ শুরু করে থাকে।
ফিরে আসছি তুরস্কের সেই ভেঁড়ার পালের কথায়।প্রথমে যে ভেঁড়াটি লাফিয়ে ছিলো, সে নিজেও জানে না যে কেনো সে লাফাচ্ছে।
পরবর্তীতে তাকে অনুসরণ করে যে 1500 ভেড়া লাফিয়ে নিচে পড়ে গেলো, তারাও জানতো না। ঠিক কি উদ্দেশ্য নিয়ে তারা লাফাচ্ছে।
রাজনীতিতে Herd Mentality র প্রভাব :-
রাজনীতি তে এর প্রভাব লক্ষ্য করতে আপনাকে বেশি কষ্ট করতে হবে না। আপনি নিজেই তার সবথেকে বড় উদাহরণ । আমাদের নেতারা ভীষণ বুদ্ধিমান । তারাও "Herd Mentality " থিওরি পদে পদে এ্যপ্লাই করে থাকে। তার জন্যে তারা সবার প্রথম মিডিয়া কে বিভিন্ন ভাবে ব্যবহার করে । তারা নিজেরা লাফায় না, কিন্তু অন্ধ-বোকা-বধির সমর্থকদের লাফিয়ে পড়তে উৎসাহিত করে থাকে।
এছাড়া হিংস্র,অর্ধশিক্ষিত,অল্প শিক্ষিত,তথাকথিত বেশ কিছু ধর্মগুরু-ও একই কর্ম করে থাকে।
এই অন্ধ-বোকা-বধির জনতাকে "ভেড়ার কৌশল" শেখানোর দায়িত্ব আমাদের দেশের পেইড মিডিয়া নিজ কাঁধে তুলে নিয়েছে। যতদিন মানুষ মিডিয়াকে ফলো করবে ততদিন "গড্ডালিকা প্রবাহ" উত্তোরোত্তর বেড়েই যাবে কখনো শেষ হবে না।
আমার মতামত :-
বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড়ো সমস্যা হলো, অন্ধ-বোকা-বধির ভেড়ার পাল।
আপাতত এই অন্ধ ভেড়াদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার পথ খুব সঙ্কীর্ণ । আপাত দৃষ্টিতে প্রায় অসম্ভব লাগে । কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পর যদি সেই সব ভেরা দের মদ্ধ্যে বাস্তব সম্মত জ্ঞান এর প্রদিপ জ্বলে ওঠে , তবেই তারা এই আচরণ থেকে মুক্তি পাবে। বন্ধ করবে অন্ধ অনুসরণ ।
তবে সবসময় মনে রাখতে হবে কিছু কিছু সময় সাময়িক অন্ধ অনুকরণের প্রয়োজন থাকে । নিজের ও সমাজের মঙ্গলের স্বার্থে। শিক্ষকদের দেওয়া শিক্ষা তাদের মধ্যে অন্যতম ।
জীবনের প্রতিটা পদক্ষেপে প্রশ্ন করতে শিখুন নিজের মতো করে বিশ্ব কে চিনতে শিখুন। আপনি খুসি থাকতে পারবেন ।
3 মন্তব্যসমূহ
খুবই অর্থবহ লেখা - বেশ ভাল লাগলো ।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
মুছুনআপনার মূল্যবান মতামত আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।। ধন্যবাদ।।
মুছুন