Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ভুয়া সংবাদ এবং ব্রেইন ওয়াশিংয়ের এই যুগে আমাদের কি কোনও মিডিয়া চ্যানেল বিশ্বাস করা উচিত?

ভুয়া সংবাদ এবং ব্রেইন ওয়াশিংয়ের এই যুগে আমাদের কি  কোনও মিডিয়া চ্যানেল বিশ্বাস করা উচিত?

বর্তমানের প্রতিটা খবরের চ্যানেল paid নিউজ চালাতে ব্যাস্ত । আর কিছু রাজনৈতিক দল এই সুযোগ কে কাজে লাগিয়ে নিজেদের সুবিধা মত আমাদের মনকে বিসিয়ে তুলছে । সমাজ , দেশ বিদেশের খবর জানতে এই মুহূর্তে মিডিয়া চ্যানেল গুলো অব্যশই একটি বিশেষ মাধ্যম এবং বেশির ভাগ চ্যানেলই ভুয়ো সংবাদ আমাদের দেখায়। বিশেষত ন্যাশনাল মিডয়ার চ্যানেল গুলো যে ধরনের খবর দেখায় , সেগুলো খবর না ভেবে কমেডি ভাবাই ভালো। 

-তাহলে কি আমরা কোনো চ্যানেল কেই বিশ্বাস করতে পারিনা ?? 

-অব্যশই পাড়ি। 

                                              
বিশেষ কিছু পয়েন্ট মাথায় রাখতে পারলে , আমরা নিজেরাই প্রকৃত খবরের মূল্যায়ন করতে পারবো এবং কোনটি সঠিক খবর ও কোনটি বেঠিক আমাদের বোধগম্য হবে। 

১. হিংসা-  আমরা সাধারণ মানুষরা হিংসা মারামারি , এই ধরনের জিনিস গুলো থেকে দূরে থাকতে পছন্দ করি। কিন্তু যদি আমাদের মাথায় প্রতি নিয়ত বিশেষ কোনো জাতি, ধর্ম বা বর্ণের বিরুদ্ধে উস্কানি দেওয়া হয় তাহলে কিন্তু লাভ রাজনৈতিক দল গুলোর এবং মিডিয়া চ্যানেল গুলোর। কারণ আপনি যত হিংসা দেখতে পছন্দ করবেন , ওদের TRP তত বেশি বাড়বে। 
                                                                                     
আর আপনি আপনার সবসময় পাশে থাকা মানুষ গুলোর প্রতি হিংসাত্মক হয়ে উঠবেন। তাই হিংসা মূলক খবর দেখলেই আগে সমস্ত নিউজ চ্যানেল এই বিষয়ে কি মতামত রাখছে দেখে নিজের মতো করে বিশ্লেষণ করে , তবেই বিশ্বাস করুন
 


২. বেকার খবরের পুনরাবৃত্তি - আমরা নিউজ চ্যানেল দেখি প্রধানত আমাদের চারিদিকে কি ঘটছে এবং টা আমাদের জীবনে কতোটা প্রভাব ফেলতে পারে সেই কারনেই। কিন্তু ব্রেইন ওয়াশ এর নিয়ম অনুসারে কোনো মিথ্যা জিনিস কে যদি আপনার প্রতি নিয়ত বলা হয় তাহলে আমরা সেটাকে সত্য বলে মেনে নিই। তাই অনেক সময় দেখবেন , আগে আপনি এমন কোনো খবর দেখে ছিলেন যেটা আজ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। উদাহরণ স্বরূপ বলতে পারি ₹২০০০ টাকার নোটে GPS লাগানো রয়েছে , এমনই মিথ্যা প্রচার Zee News এর মতো বড়ো চ্যানেল প্রতিনিয়িত করে গিয়েছে। তাই একটি খবর কে বার বার চ্যানেলে দেখানো হচ্ছে মনে সেটি যে সঠিক নিউজ এমন নয়। তবে অব্যসই মনে রাখবেন সবকিছু কে নিজের বুদ্ধি দিয়ে বিচার করে তবেই বিশ্বাস করবেন। আর এই ধরনের চ্যানেল দেখা বন্ধ করুন, তাতে আপনারই মঙ্গল হবে। 

৩. আসল খবর চেপে যাওয়া - বেশির ভাগ চ্যানেল ই রাজনৈতিক দল গুলোকে  তাদের চাহিদা অনুযায়ী খবর চালিয়ে  প্রচুর প্রচুর প্রচুর অর্থ উপার্জন করে। যার বলি হতে হয় আমাদের। তাই কোনো মিডিয়া চ্যানেল কে বিশ্বাস না করে নিজের বুদ্ধির উপর বিশ্বাস রাখুন। 


৪. সমাজ কল্যাণ কর খবর - যেখানে সমস্ত চ্যানেল আমদের বিভ্রান্ত করতে উস্কানি মূলক খবর প্রচার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে থাকে , ওপর দিকে হাতে গোনা কয়েকটি চ্যানেল সত্যের উপর অগাধ বিশ্বাস রেখে সমাজ কল্যাণ হেতু প্রকৃত খবর সম্প্রচার করতে থাকে। বেশির ভাগ সময়ই আমাদের পক্ষ পাতিত্ব র জন্যই প্রকৃত খবর গুলো চাপা পড়ে যায় । আর যে চ্যানেল গুলো রাজনৈতিক দলের পা চেটে চলে , আমরা তাদেরই সঠিক বলে ভাবতে থাকি। আমরা চাই না আমাদের ভালোর জন্য কোনো খবর প্রচার হোক। আমরা সবাই ই ঝগড়া, মারামারি, হিংসা এই ধরনের খবর দেখতে পছন্দ করি। আর সেই জন্যই প্রতিটা মিডিয়া চ্যানেল গুলো এই ধরনের খবর বার বার দেখায় এবং বিশাল অঙ্কের টাকা আয় করতে থাকে।
                                           

আমার মতামত :  আমাদের সচেতনতাই আমাদের সব থেকে বড় হাতিয়ার এই ধরনের ব্রেইন ওয়াশ থেকে বাঁচতে। 

১. আমাদের ব্রেইন ওয়াশ করতে পারলে সবথেকে বেশি সুবিধা রাজনৈতিক দল গুলোর, কারণ আমরা ভাবতে থাকবো এই দল খারাপ আর ওই দল ই প্রকৃত ভালো। আর আমরা নিজেদের মধ্যে মারামারি করতে শুরু করলে , বিশেষ কোনো দলের ভোট পেতে অনেক সুবিধা। তাই যখনই কোনো চ্যানেলর খবর দেখে  আপনার মনে হিংসার আগমন ঘটবে , সেই দিন থেকে ওই চ্যানেল দেখা বন্ধ করে দিন। অন্য চ্যানেল দেখুন। আর এখন কর দিনে টিভি ছাড়াও অনেক মাধ্যম রয়েছে , যেখান থেকে আমরা খবর জানতে পারবো।  TRP কমতে থাকলে এমনই তেই ওরা খবরের ধরন পরিবর্তন করতে বাধ্য হবে। এই ভাবে আপনি বাড়িতে বসেই সমাজ সংস্কার এর কাজ করতে পারবেন। 

২. যে কোনো খবর দেখা মাত্রই সেটিকে বিশ্বাস করবেন না। বিশেষ করে whatsapp এ আসা ম্যাসেজ গুলো কে। যদি সত্যই খবরের সত্যতা যাচাই করতে হয় ! তাহলে Google   বা যেকোনো সার্চ ইঞ্জিন এ খবরটি সার্চ করলেই খবরের সত্যতা আপনার সামনে চলে আসবে। 

৩. সমস্ত মিডিয়া , রাজনৈতিক দল , আপনার কাছের নেতা এ রা সবাই আপনার ব্রেইন ওয়াশ করে ওদের কাজে লাগায় । আপনাকে এমনি এমনি কিছু পাইয়ে দেওয়ার লোভ দেখায় । তাই আপনাকে সংযত হতে হবে। লোভ সংবরণ করতে হবে। কোনো  ধর্ম,জাতি , সমাজ খারাপ নয়। আপনার সামনে যত বেশি খারাপ দেখানো হবে আপনি তত বেশি খারাপ দেখবেন। আমার কথা যাচাই করার জন্য আপনি একটা পরীক্ষা করতে পারেন।। ""আপনার সবথেকে বেশি পছন্দের মানুষ টিকে নিজের মনে মনে প্রতি দিন খারাপ ভাবুন, যত হিংসা করতে পারেন তাকে নিয়ে ভাবুন। দেখবেন ৮ নম্বর দিনে আপনি আপনার কাছের মানুষটিকেও ঘৃণা করতে শুরু করেছেন। "" 
তাই আজ থেকে নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করুন যে , আপনি আর কোনো নেতা , মিডিয়া , বিশেষ মানুষ দ্বারা প্রভাবিত হবেন না। 

আর শেষে মনে রাখবেন শুধু মাত্র প্রচুর ডিগ্রি থাকলেই শিক্ষিত হাওয়া যায় না। যদি প্রকৃত সচেতনতা , বিচার বুদ্ধি , মানবিকতা , ভালোবাসা থাকে তবেই সেই ব্যাক্তি শিক্ষিত হয় । তার কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। 

এই বিষয়টি আরও ভালো করে বুঝতে এবং পজিটিভ ব্রেইন ওয়াশ এর দ্বারা আপনি যাতে আপনার জীবনকে সুন্দর ও আকর্ষণীয় করতে পারেন তার জন্যে আমি কিছু বই সাজেস্ট করলাম ।যেগুলো সবধরনের ব্রেইন ওয়াশ থেকে বাঁচতে আপনাকে সাহায্য করবে এবং শান্তির জীবন প্রদান করবে। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন। 

অব্যস্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানান। যাতে আগামী সমাজ সঠিক জিনিস টি গ্রহন করতে পারে। 


Written by Suman Sen

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

close