উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর Student দের জন্য Udamy ফ্রী কোর্স ,যেগুলি ক্যারিয়ার গড়তে সাহায্য করবে
Writen by সুমন সেন
উচ্চ মাধ্যমিক এর পর থেকেই শুরু ক্যারিয়ার তৈরি র প্রকৃত সময় । উচ্চ মাধ্যমিক এর পর নেওয়া প্রতিটি পদক্ষেপ আমাদের ক্যারিয়ার গড়তে বা নষ্ট করতে সাহায্য করে । পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেকেই কম বেশী ঘুরে মজা করে সময় নষ্ট করি । আমরা কোন প্রকার পরিকল্পনা করি না , আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার এর জন্য । অথচ কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী এই সময় টিকে নতুন কিছু শেখার কাজে লাগায় , যাতে আগামী দিনে সে অন্য দের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকতে পারে ।
বেশীর ভাগ ছাত্র-ছাত্রী ভাবে এখন হুল্লোড় করে কাটিয়ে নি , ক্যারিয়ার নিয়ে ভাববো গ্রাজুয়েশন করার পর । এই চিন্তা ভাবনাই বর্তমান বেকারত্বের সবথেকে বড় কারন । কিছু লোক সারা জীবন একে-ওকে দোষ দিয়ে নিজের ব্যর্থতা ঢাকে , আর কিছু মানুষ পরিস্থিতি অনুসারে নিজেকে যোগ্য করে তোলে । তাই প্রতিটি ছাত্র-ছাত্রীর উচিৎ উচ্চ মাধ্যমিক এর পর থেকেই কিছু না কিছু শেখা ।
অনেকে বলতে পারে যে , ভাল কিছু শিখতে গেলে তো পয়সা খরচ করতে হবে । কিন্তু আমার কাছে তো পয়সা নেই , বা বাড়ীর পরিবেশ ও সেভাবে সাপোর্ট করতে পারবে না । তাহলে কি আমাদের শেখার কোন রাস্তা নেই ??
আমি বলছি অবশ্যই আছে । প্রশ্ন করলে তবেই উত্তর পাওয়া যায় । প্রশ্ন করতে শিখতে হবে । যে কোন কোর্স শেখার জন্যে প্রথমেই Google বা Youtube এ সার্চ করে দেখ । অজস্র ভিডিও বা প্লাটফর্ম থেকে তোমরা অনেক কিছুই ফ্রী তে শিখতে পারবে ।
আচ্ছা , কিভাবে শিখবো সেটা জানলাম । কিন্তু কি শিখবো ? যা আমাদের সারা জীবন ক্যারিয়ার তৈরিতে সাহায্য করবে ??
শেখার জন্যে অনেক কিছুই আছে , কিন্তু এমন কিছু শিখতে হবে যা তোমার আগামী দিনের ক্যারিয়ার গড়তে অনেক সাহায্য করবে । আমি বেশ কিছু কোর্স এর লিঙ্ক নিচে দিচ্ছি যেগুলি তোমাদের ব্যাক্তিত্ত গড়তে , সুন্দর ইংরেজি বলতে , কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করতে এবং কম্পিউটার এর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখতে সাহায্য করবে । আমি বেশ কিছু ফ্রি লিঙ্ক দিলাম, যেগুলি থেকে তোমরা বিনা খরচে শিখতে পারবে । তবে সার্টিফিকেট পেতে ও আরও ভাল কোর্স শিখতে মাত্র 400 থে 600 টাকা খরচ করতে হবে । আমি এইখানে সমস্ত অনলাইন কোর্সের লিঙ্ক দিলাম । অফলাইনে শিখতে গেলে তোমাদের ভাল পরিমান টাকা খরচা করতে হবে ,কিন্তু অনলাইনে Udemy র মত প্লাটফর্মে অনেক কম খরচায় ইন্টারন্যাশনাল মানের কোর্স শিখতে পারবে এবং সেখান থেকে পাওয়া সার্টিফিকেট সমস্ত জায়গায় গ্রহন করা হয়ে থাকে ।
0 মন্তব্যসমূহ