Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর Student দের জন্য Udamy ফ্রী কোর্স ,যেগুলি ক্যারিয়ার গড়তে সাহায্য করবে



উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর Student দের জন্য Udamy ফ্রী কোর্স ,যেগুলি  ক্যারিয়ার গড়তে সাহায্য করবে 

Writen by সুমন সেন

উচ্চ মাধ্যমিক এর পর থেকেই শুরু ক্যারিয়ার তৈরি র প্রকৃত সময় । উচ্চ মাধ্যমিক এর পর নেওয়া প্রতিটি পদক্ষেপ আমাদের ক্যারিয়ার গড়তে বা নষ্ট করতে সাহায্য করে । পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেকেই কম বেশী ঘুরে মজা করে সময় নষ্ট করি । আমরা কোন প্রকার পরিকল্পনা করি না , আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার এর জন্য । অথচ কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী এই সময় টিকে নতুন কিছু শেখার কাজে লাগায় , যাতে আগামী দিনে সে অন্য দের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকতে পারে ।  

  বেশীর ভাগ ছাত্র-ছাত্রী ভাবে এখন হুল্লোড় করে কাটিয়ে নি , ক্যারিয়ার নিয়ে ভাববো গ্রাজুয়েশন করার পর । এই চিন্তা ভাবনাই বর্তমান বেকারত্বের সবথেকে বড় কারন । কিছু লোক সারা জীবন একে-ওকে  দোষ দিয়ে নিজের ব্যর্থতা ঢাকে , আর কিছু মানুষ পরিস্থিতি অনুসারে নিজেকে যোগ্য করে তোলে । তাই প্রতিটি ছাত্র-ছাত্রীর উচিৎ উচ্চ মাধ্যমিক এর পর থেকেই কিছু না কিছু শেখা । 

অনেকে বলতে পারে যে , ভাল কিছু শিখতে গেলে তো পয়সা খরচ করতে হবে । কিন্তু আমার কাছে তো পয়সা নেই , বা বাড়ীর পরিবেশ ও সেভাবে সাপোর্ট করতে পারবে না । তাহলে কি আমাদের শেখার কোন রাস্তা নেই ?? 

আমি বলছি অবশ্যই আছে । প্রশ্ন করলে তবেই উত্তর পাওয়া যায় । প্রশ্ন করতে শিখতে হবে । যে কোন কোর্স শেখার জন্যে প্রথমেই Google বা Youtube এ সার্চ করে দেখ । অজস্র ভিডিও বা প্লাটফর্ম থেকে তোমরা অনেক কিছুই ফ্রী তে শিখতে পারবে । 

আচ্ছা , কিভাবে শিখবো সেটা জানলাম । কিন্তু কি শিখবো ? যা আমাদের সারা জীবন ক্যারিয়ার তৈরিতে সাহায্য করবে ?? 

শেখার জন্যে অনেক কিছুই আছে , কিন্তু এমন কিছু শিখতে হবে যা তোমার আগামী দিনের ক্যারিয়ার গড়তে অনেক সাহায্য করবে । আমি বেশ কিছু কোর্স এর লিঙ্ক নিচে দিচ্ছি যেগুলি তোমাদের  ব্যাক্তিত্ত গড়তে , সুন্দর ইংরেজি বলতে , কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করতে এবং কম্পিউটার এর  বেশ কিছু  গুরুত্বপূর্ণ বিষয় শিখতে সাহায্য করবে । আমি বেশ কিছু ফ্রি লিঙ্ক দিলাম, যেগুলি থেকে তোমরা বিনা খরচে শিখতে পারবে । তবে সার্টিফিকেট পেতে ও আরও ভাল কোর্স শিখতে মাত্র 400 থে 600 টাকা খরচ করতে হবে । আমি এইখানে সমস্ত অনলাইন কোর্সের লিঙ্ক দিলাম । অফলাইনে শিখতে গেলে তোমাদের ভাল পরিমান টাকা খরচা করতে হবে ,কিন্তু অনলাইনে  Udemy র মত প্লাটফর্মে অনেক কম খরচায় ইন্টারন্যাশনাল মানের কোর্স শিখতে পারবে এবং সেখান থেকে পাওয়া  সার্টিফিকেট সমস্ত জায়গায় গ্রহন করা হয়ে থাকে । 





Spoken English:- 

ইংরেজি তে সাবলীল ভাবে কথা বলতে পারাটা খুবই জরুরী । শুধু মাত্র ইংরেজি কম জানার জন্যে অনেকে কনফিডেন্স এর অভাব বোধ করে । কর্ম জীবনে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় । ভাল ইংরেজি বলতে জানলে কিছুটা কনফিডেন্স বাড়ে এবং অনেক জায়গায় JOB পেতে সুবিধা হয় ।
সহজে ইংরেজি বলা শিখতে  " Hello English " app টি প্রচুর সাহায্য করবে । 
 ডাউনলোড করতে এইখানে ক্লিক কর 👉 






Personality Development:-

ক্যারিয়ার হোক কিংবা সাধারণ জীবনে একটি মানুষের ব্যক্তিত্বের উপর নির্ভর করে তার সামাজিক সন্মান ও ভালোবাসার প্রাপ্তি । কিভাবে সময়ের সঠিক ব্যবহার করতে হয় , বিভিন্ন পরিস্থিতি তে নিজেকে কিভাবে সামলাতে হয় , কিভাবে সংযমী হতে হয় এর রকম আরও অনেক কিছু মিলিয়ে গড়ে ওঠে মানুষের ব্যক্তিত্ব । নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে নিজের পছন্দমতো টপিক বেছে নাও । আমি অনেক গুলি ফ্রী কোর্স কে একত্রে করে দিলাম , যাতে তোমরা সহজে খুঁজে পাও । হিন্দি ও ইংরেজি এই দুই ভাষায় কোর্স গুলি উপলব্ধ ।

এইখানে ক্লিক কর 👉  


FutureLearn

Communication Skillsঃ-

সমস্ত ফিল্ডের জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। স্কুল , কলেজ অথবা অফিস সঠিক
Communication Skills থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই কোর্স টির ফ্রী ভার্সন গুলি ওতটা ভাল নয় তাই নিচে পেইড ভার্সন এর লিঙ্ক দিলাম । লিঙ্কে ক্লিক করে তোমারও ফ্রী ভার্সন খুঁজে নিতে পার । হিন্দি ও ইংরেজি এই দুই ভাষায় কোর্স গুলি উপলব্ধ ।

এইখানে ক্লিক কর 👉  



Presentation Skills:-

অনেক মেধাবী ছাত্র - ছাত্রী রাও এই স্কিল টি না থাকার কারনে বহুবার ব্যর্থ হয় । আর সত্যি বলতে সবাই উপস্থাপন করার মত সাহসী হয় না। Presentation স্কিল শুধু ছাত্র জীবনেই নয় , ব্যাক্তিগত জীবনে বার বার ব্যবহার করতে হবে ।তাই এই স্কিল টি আমাদের প্রত্যেকের অবশ্যই শিখে রাখা উচিৎ ।এই ফ্রী কোর্সটির লিঙ্ক নিচে দিলাম ।
এইখানে ক্লিক কর 👉  


FutureLearn

উপরের কোর্স গুলি প্রত্যেকটি ছাত্র - ছাত্রীর ব্যক্তিত্ব , কথাবার্তা , উপস্থাপনা কে অসাধারন করতে সাহায্য করবে । 
কিন্তু , বর্তমান সময় অনুসারে প্রতিটি মানুষের কিছুটা IT  স্কিল থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  IT  স্কিল না থাকলে আগামী দিনে সামান্য কাজ করতেও আমাদের অসুবিধার সম্মুখীন হতে হবে । তাই আমি বেশ কিছু অত্যন্ত প্রয়োজনীয় কোর্স এর ডিটেলস দিলাম ।


 নিচের  লেখা কোর্সের নাম গুলিতে  ক্লিক করলেই কোর্সের লিঙ্কে পৌঁছে যাবে ।



Microsoft

👉Microsoft office  



                        Microsoft Exel VBA
                                        Microsoft Exel
                                            Excel Formulas and Functions






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

close