সন্তানের বুদ্ধিমত্তার কৃতিত্ব মায়ের ,বাবার ভূমিকা অনেক কম
সন্তানের আচরণ বা বুদ্ধিমত্তা নিয়ে প্রতিটি বাবা মায়েরাই মিষ্টি ঝগড়া করে থাকেন , সন্তান কার গুনের অধিকারী । সন্তান যদি ভাল গুণের অধিকারী হয় , তাহলে তার সেই গুন গুলি নিজের প্রমান করার চেষ্টা অথবা, সন্তানের দোষগুলি অপরের দোষ প্রমান করার চেষ্টা । আর এই ঝগড়া চলতে থাকে বৃদ্ধ কাল পর্যন্ত । কখনও কখনও এই সামান্য কারনই বিশাল কলহের রূপ নেয় । শুরু হয়ে যায় বিশাল দাম্পত্য কলহ ।
আসলে প্রতিটি বাবা মা ই চায় তাদের গুনগুলি আরও সুন্দর ভাবে ফুটে উঠুক তাদের সন্তানের মধ্যে । আর এই চাওয়াও ন্যায় সঙ্গত । কিন্তু কোন কিছু চাওয়া আর বাস্তবতার মধ্যে রয়েছে বিস্তর ফারাক । সঠিক ভাবে সন্তানকে guide না করতে পারলে , বাবা মায়ের গুণের থেকে পরিবারের দোষ গুলিই সন্তানরা বেশী করে শিখে ফেলে । আর এই বিপদে এরাতে প্রতিটি বাবা মায়ের উচিৎ Modern Day’s Parenting শেখা ।
যাইহোক , বাবারা হয়তো এটা জেনে খুশী হবেন যে , সন্তানের বুদ্ধিমত্তার ৮০ শতাংশই নির্ভর করে মায়ের উপর ।
১৯৯৪ সালে সাইকোলজি স্পট নামক জার্নালে বুদ্ধিমত্তার উপর
একটি সমীক্ষা প্রকাশ করে । ১ থেকে ২২ বছর বয়সী ১২,৬৮৬ জনের উপর একটি সার্ভে করা হয়েছিল
। যেখানে সন্তান কে এবং মায়েদের আলাদা আলা
করে বসিয়ে শিক্ষা , অর্থ , বাক্তিত্য , আর্থ-সামাজিক
, সামাজিক স্ট্যাটাস আরও কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল । পরে উভয়ের উত্তরকে বিশ্লেষণ
করে দেখা যায় তাদের উত্তরের মধ্যে বুদ্ধিমত্তার অসাধারন মিল রয়েছে ।
আরও গভির ভাবে বৈজ্ঞানিক বিশ্লেষণ এর পর দেখা যায় বুদ্ধিমত্তার জিনটি X ক্রোমোজোমের সাথে জড়িত । যেটি হল প্রধান ফিমেল ক্রোমোজোম । ওই সালেই আরও একটি সমীক্ষায় প্রকাশ করা হয় যে , যেহেতু মহিলাদের মধ্যে X ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ , তাই সন্তানের মধ্যে ইন্টেলিজেন্স জিন সরবরাহ করার সম্ভবনাও প্রবল ।
সন্তান কতটা বুদ্ধিমান বা চালাক হবে , তা মায়ের তরফের জেনেটিকই
নির্ধারণ করে । অন্য দিকে বাবার জিন গুলি সন্তানের বুদ্ধিমত্তায় খুব সামান্যই প্রভাব
ফেলে । আবার অনেক বিশেষজ্ঞের মতে , যেহেতু
সন্তানের মস্তিস্কের বিকাশের সময় মায়েরাই সর্বক্ষণ লালন পালন করেন , তাই মায়ের ব্যাক্তিত্য
ও বুদ্ধিমত্তা সন্তানের মধ্যে ফুটে ওঠে ।
0 মন্তব্যসমূহ