WB Board Result 2020-21: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল কীভাবে এবং কোন পদ্ধতিতে প্রকাশ করা হবে !!
করোনার জন্যে এই বছর সমস্ত পরীক্ষা বাতিল হয়ে গেছে , প্রথম CBSE বোর্ড তাদের পরীক্ষা বাতিল করেছিল তারপর WB Board ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করে । 18 Jun ঘোষণা করা হয় ছাত্র - ছাত্রী দের বিগত মূল্যায়ন এর ভিত্তিতে প্রকাশ করা হবে তাদের ফলাফল।
মাধ্যমিক ঃ-
দশম শ্রেণীর ক্ষেত্রে , নবম শ্রেণীর ফলাফল এবং দশম শ্রেণীর স্কুল টেস্ট বা ইউনিট টেস্ট এর ফলাফল কে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করে এই ফলাফল ঘোষণা করা হবে । নবম শ্রেণীর থেকে ৫০% এবং দশম শ্রেণীর ৫০% নম্বর উপর মূল্যায়ন করে ২০২১ এর ফলাফল ঘোষণা করা হবে । অবশ্য এই ফলাফলে সন্তুষ্ট না হলে ছাত্র - ছাত্রীরা পরীক্ষার জন্য আবেদন করতে পারবে , তবে সেই সেই পরীক্ষার ফল ই চূড়ান্ত বলে বিবেচিত হবে । পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই সেই পরীক্ষা নেওয়া হবে ।
উচ্চমাধ্যমিকঃ-
দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে তাদের দশম শ্রেণীর ফলাফল থেকে সেরা চারটি বিষয় প্রাপ্ত নম্বরের ৪০% , একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল এর ৬০% এবং দ্বাদশ শ্রেণীর প্রোজেক্ট এর ২০ ও প্রাকটিক্যাল এর ৩০ নম্বর ধরে মূল্যায়ন করা হবে । অবশ্য এই ফলাফলে সন্তুষ্ট না হলে ছাত্র - ছাত্রীরা পরীক্ষার জন্য আবেদন করতে পারবে , তবে সেই সেই পরীক্ষার ফল ই চূড়ান্ত বলে বিবেচিত হবে । পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই সেই পরীক্ষা নেওয়া হবে ।
২৩ সে জুনের মধ্যে সমস্ত স্কুল গুলিকে পরীক্ষার নম্বর জমা দিতে বলা হয়েছে। সম্ভবত জুলাই মাসের মধ্যেই এই ফলাফল ঘোষণা করা হবে।
0 মন্তব্যসমূহ