বিগত দুই বছর ধরে বঙ্গ শিক্ষা Prelim Mock test ও সপ্তর্ষি নাগ স্যার এর সহযোগিতায় পশ্চিমবঙ্গের অসংখ্য ছাত্র ছাত্রির প্রস্তুতিতে দারুন ভাবে সাহায্য করেছে এবং বেশ কিছু ছাত্র - ছাত্রিকে প্রথম বারেই সফল হতে সাহায্য করেছে । এত দ্রুত সফলতা খুব কম সংস্থাই ক্ষেত্রে দেখা যায় । যার জন্যে গত ৬ মাস ধরেই বঙ্গ শিক্ষার কাছে প্রচুর আবেদন এসেছে এই ধরনের Mock test সেট এর উপর পরীক্ষা নেওয়ার । কিন্তু বর্তমান পরিস্থিতি জন্যে বঙ্গ শিক্ষার পরিসেবা দিতে অনেক অসুবিধা হচ্ছে । কিন্তু ছাত্র- ছাত্রী রা যাতে উপকৃত হয় সেই জন্যে Mock test দেওয়ার জন্যে এই বিশেষ বইটি রেকমেন্ড করেছে । সমস্ত ছাত্র - ছাত্রিকে নিজস্ব ভাবে জানানো সম্ভব নয় তাই এই বিভিন্ন্য সামাজিক মাধ্যমের দ্বারা এই বইটিকে রেকমেন্ড করছে ।
Check on Amazon
বইটির সম্পর্কে বিস্তারিত নিচে দিলাম -
Highlights:-
- এই বইটিতে ২০ টি প্রাকটিস সেট প্রদান করা হয়েছে এবং ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত ডব্লুবিসিএস পরীক্ষার প্রশ্নপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে
- প্রত্যেকটি সেটে রয়েছে আপডেটেড এবং খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স , রয়েছে ম্যাথ - জি আই সল্যুশন
- ডব্লুবিসিএস পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন অনুযায়ী এবং পূর্ববর্তী বছরের পরীক্ষার প্রবণতা অনুসারে প্রতিটি বিষয়ের সম্ভাব্য টপিকের মধ্যে প্রশ্নগুলিকে সমানভাবে বিতরণ করা হয়েছে
- চাকরির পরীক্ষার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক, এই বইয়ের বিভিন্ন সেটে সুবিন্যস্ত রয়েছে
- ডব্লুবিসিএস সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নের প্রবণতা অনুসারে মক সেটের প্রশ্নগুলিকে সংকলন করা হয়েছে
- পি এস সির অনুরূপ পরিবেশে পরীক্ষার অনুশীলনের জন্য ডামি ওএমআর শীট অন্তর্ভুক্ত করা হয়েছে এই বইতে
0 মন্তব্যসমূহ