Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

১০০০ বছরের প্রাচীন ঐতিহ্য Hand Made কাগজ মােনপা 'র পুনরুজ্জীবন

 

অরুনাচল প্রদেশের তাওয়াং জেলার হাতে তৈরি কাগজ মােনপা বা “মন শুগু " বিলুপ্তির দিকে এগচ্ছিল। প্রধানমী নরেন্দ্র মােদী তাঁর বেতার অনুষ্ঠান, মন কি বাত -এ এই কাজের বিষয় উল্লেখ করার পর ১০০০ বছরের প্রাচীন ঐতিহ্য আবারও পুনরুজ্জীবিত হয়েছে ।


 অরুনাচল প্রদেশের তাওয়াং জেলার সুন্দর পার্বত্য এলাকায় মােনপা উপজাতির বাস। মােনপারা হাতে তৈরি কাগজ 'মন শুগু" বানাতে দক্ষ।শুগু শেং গুল্ম গাছের বাকল থেকে প্রাচীন কালে কাগজ তৈরি করা হত । এখানে গাছ কাটার প্রয়োজন নেই।তাওয়াং-এ প্রত্যেক বাড়িতে এই কাগজ দিয়ে তৈরি নানান সামগ্রী দেখা যেত। কিন্তু গত ১০০ বছরে কাগজ তৈরির এই শিল্পটি ক্রমশ অবলুপ্তির পথে এগচ্ছিল ।
" স্থানিয় মানুষেরা শুগু শেং গুল্ম গাছের বাকল থেকে প্রাচীন কালে কাগজ তৈরি করা হত । এর জন্যে গাছ কাটতে হয়না , এছারা কোন রাসায়নিক পদার্থ প্রয়োগ করতেও হয় না । তাই এই কাগজ পরিবেশের জন্য নিরাপদ ও স্বাস্থ্যের জন্যে "- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মন কি বাত অনুস্থানে হাতে তৈরি কাগজ মােনপার সম্পর্কে বলেছিলেন , তখন এই শিল্পের কথা মানুষের কানে পৌঁছে ছিল ।
 

মােনপা সম্পর্কে কিছু তথ্য ঃ-

  • ১০০০ বছর আগে মােনপা কাগজ তৈরি শুরু হয়
  • এই কাগজের ওজন নেই , প্রাকৃতিক তন্তু যুক্ত এই কাগজ শক্তপোক্ত হওয়ায় বিভিন্ন শিল্পকর্ম করা যায়
  • মসৃণ এই কাগজে লিখতেও সুবিধে
  • বৌদ্ধ লিপি , পুঁথিপত্র লেখার পাশাপাশি প্রার্থনার পতাকা তৈরিতে কি কাগজ ব্যবহৃত হয়
  • তিব্বত , ভুটান , মায়ানমার এবং জাপানের মতো বহু দেশে এই কাগজ রপ্তানি হত । কিন্তু প্রযুক্তির উন্নয়নের কারণে গত ১০০ বছর ধরে এটি বিলুপ্তির পথে চলে যাচ্ছিল, যা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে

KVIC - র মাধ্যমে মােনপার অনলাইনে বিক্রি :-

প্রধানমন্ত্রী এই কাগজের বিষয়ে জানানোর পর হাতে তৈরি কাগজ মােনপার চাহিদা বেড়ে যায় । খাদি ও গ্রামোদ্যোগ কমিশন ( KVIC ) তার পোর্টাল www.khadiindia.gov.in - এর মাধ্যমে কাগজ বিক্রি শুরু করে । প্রথম দিনেই ১০০ পাতা মােনপা কাগজ বিক্রি হয়েছে । এক একটি পাতার দাম ৫০ টাকা । মােনপা কাগজ শুধুমাত্র পরিবেশকে রক্ষাই করে না, স্থানীয় শিল্পীদের জন্যে রোজগারের নতুন রাস্তাও খুলে দিয়েছে।

News Source:- New India Samachar ( 1- 15 March )



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

close