The secret by Ronda Byrne Book Review part - 1
The secret by Ronda Byrne Book Review part - 2
আমরা প্রতিনিয়ত এমন কিছু মানুষজনকে দেখি যাদের সাফল্য দিনে বেড়েই চলেছে সমাজে তারা সুন্দরভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এই সমস্ত মানুষগুলোকে দেখে আমাদের মনে কি কখনো প্রশ্ন জাগে না? যে এদের সফলতার প্রকৃত রহস্যটা কি? তারাও সাধারন মানুষের মতন থাকতে থাকতে হঠাৎ করে এত প্রতিপত্তি ভালোবাসার সাফল্যের অধিকারী হলো কি করে? প্রত্যেকটা সফল মানুষের সফলতার পিছনে যে কারণ থাকে, তাদের সাফ্যলের পিছনে কি কারণ রয়েছে সেই কারণটা আমি তোমাদের সামনে আজকে তুলে ধরলাম এই ভিডিওতে।
0 মন্তব্যসমূহ